জীবনের প্রতিটি আমার কাহিনি তুলে রাখার জন্য এই সাইটটি তৈরি করেছি ||
নোটিশঃ যদি কেউ আমার সাইট থেকে সকল কিছু কপি করে। আমার নামে কোনো Social কিংবা যেকোনো কাজে লিপ্ত করেন । তাহলে আপনাকে আইনগত ব্যবস্হা করা হবে।
![]() |
| তুফান চাকমা ২০২১ |
এই সাইট টি তৈরি করা উদ্দেশ্য হচ্ছে নিজের জীবনের প্রতিটি ঘটনা কিংবা কাহিনী তুলে রাখার জন্য তৈরি করা হয়েছে। মুলত এই সাইট টি ১৫-০৯-২০২১ সালে নিমির্ত করা হয়েছে।
প্রত্যেক মানুুষে জীবনের কিছু না কিছু রহস্যময় কাহিনী থেকেই থাকে। অনেকের হয়তো মনে থাকে,, কারো বাহ মনে থাকে না ।
তাই, আমি নিজের জীবনের প্রতিটি কাহিনী তুলে রাখার জন্য এই সাইট টি তৈরি করে রেখেছি। যাতে নিজের জীবনের কথা মনে রাখতে পারি। যাতে করে কোনো দিন আমি আমার জীবনে প্রত্যেক কথা কাহিনী ভুলে না যায়।
লেখাঃ ১৫-০৯-২০২১ ইং রোজ বুধবার।


0 Response to "এই সাইট টি বানানোর উদ্দেশ্য হলো "
Post a Comment
আপনার মতামত দেওয়ার জন্য ধণ্যবাদ