আজ দিনটি ২১ তারিখ নভেম্বর ২০২১ । অনেকদিন ধরে নিজের জীবনের কষ্টে কথা ব্যপারে লিখবো লিখবো ভেবে লেখা হয়নি । শুধু মন নামক ক্যানভাসে জমা হয়ে যাচ্ছে সেই কষ্টগুলো । তাই আজ মন-নামক ক্যানভাস থেকে মন উজার করে নিজের সকল জমানো কষ্ট মান-অভিমান রাগ কষ্ট দুঃখ ডিপ্রেশন সকল কথা লিখতে বসেছি । কারন,মুত্যুটা যে কখন হয় কেউ জানে না । কষ্টগুলোর কথা যদি আর সুযোগ না পায় লেখার । আজ যদি না লিখি সামনে লেখার সুযোগটা পাবো কিনা আমার সন্দেহ আছে । জীবনে নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে আসতেছি । নানা সমস্যা অতিক্রম করে আসতেছি । জীবনটা অনেক বিষাদময় হয়ে গেছে । ইচ্ছে করে জীবনটাকে মুক্তি দিয়ে কোনো এক অচেনা-অজানা- না ফিরার দেশে হুট করে চলে যায় । যেখানে থাকবে না কোনো দুঃখ,কষ্ট,মান-অভিমান,রাগ,রোগ,নিরুগের খেলা । জীবনটা একদম আর ভালো লাগে না । চারিদিকে ছড়িয়ে গেছে হাজারো বিষাদময় যন্ত্রনা । এখন সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে । একদিকে নিজের কষ্টগুলো বুকে জমা হতে চলেছে । অন্যদিকে হাজারো কষ্ট বুকে এসে তীর মারতেছে । জীবনে মানুষের দুঃখ কষ্ট রোগের কোনো শেষ নেই । বেচে থাকার কোনো মানে হয় না । জীবনটা যে এতো কিছু পরে কি জীবিত থাকতে পারে । জীবনটাকে প্রায়ই মুহুত উপলব্ধি করি । কেননা জীবনটা যে আর জীবনের মতো করে চলতেছে না । জীবনটা কেমন জানি অগোছালো হয়ে গেছে । আচ্ছা জীবনটা বোধহয় অগোছালো হলে অনেক ভালো হয় । জীবনের এতো কিছুর পর ও সময়ে সাথে তালমিলিয়ে চলতে হয় না চাইলে ও । মন খারাপ যতোই হোক কাউকে বুঝতে দিই না । আমার জন্য কারো মন খারাপ হোক তা আমি চাই না । কারো থেকে শান্তনা পাবার আশায় আর দুঃখ গুলো সেয়ার করি না।
Home » ০. দুঃখের কথা
» জীবন মানেই যুদ্ধ, জীবন মানে দুঃখ ভারা, জীবন মানে প্রতি সেকেন্ডে হাজারো অনুভুতি পরিবর্তন হওয়া।
জীবন মানেই যুদ্ধ, জীবন মানে দুঃখ ভারা, জীবন মানে প্রতি সেকেন্ডে হাজারো অনুভুতি পরিবর্তন হওয়া।
Subscribe to:
Post Comments (Atom)

পরিচিতি
0 Response to "জীবন মানেই যুদ্ধ, জীবন মানে দুঃখ ভারা, জীবন মানে প্রতি সেকেন্ডে হাজারো অনুভুতি পরিবর্তন হওয়া।"
Post a Comment
আপনার মতামত দেওয়ার জন্য ধণ্যবাদ