জগতের সকল!  প্রানী সুখী হোক.

Followers

সেজো ভাইয়ে কিছু কথা তুলে ধরলাম!!

প্রিয় এলিন ভাই


আমাদের ভাইবোনদের মাঝে সেজো ভাইটা এলিন চাকমা। তিনি বর্তমানে পড়াশোনা করতেছে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজে ইন্টার ২ বর্ষে। ছোট বেলায় থেকে একটু রাগী কিন্তু মনটা নরম ও ভালো। আমাদের সংসারে অভাব অনটন হওয়ার কারনে তিনি ও নিজের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করত। সেই টাকা দিয়ে নিজের পোশাক কিনত। কিন্তু ভালো কাজের চেয়ে খারাপ কাজে বা টাকা বেশি অপচয় করতো। টাকা ভালো পরিমাণে ইনকাম করতো। সারা বছর ইনকাম করে ও বাবা মার থেকে টাকা চাইতো। যে পরিমাণে টাকা ইনকাম করতো সেই টাকা জমা রাখতো তার জীবন সেটেল করতে পারতো। যখন তার টাকা পয়সা শেষ হবে তখন শুরু হয় বাবা মার থেকে টাকা চাওয়া। অভাব অনটন সাংসার হওয়ার কারণে হয়তো টাকা পয়সা জমা রাখতে পারতো না বেশি। কিন্তু সেই যদি চাইতো কিছু টাকা ব্যয় করে কিছু টাকা জমা রাখি ভবিষ্যতে জন্য, সেই চিন্তাটা এখনো তার মাথায় আসেনি। হয়তো বিয়ের করার পর আসবে সেই চিন্তাটা। কেউতো বলতে পারবেনা ভবিষ্যতে কে কেমন হবে।  হয়তো এখন সেই টাকা জমাচ্ছে না ভবিষ্যৎতে আমাদের থেকে ভালো করে চলতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি যেমন ভাবে উল্টো গতিতে পরিবর্তন হচ্ছে। সেই রকম যদি তাকে তাহলে তার জীবনে অনেক কষ্ট করতে হবে আরো। যাক এতোকিছু ভাইটি খুব ভালো। 

লেখা সময় ও তারিখ: ১৫ মার্চ ২০২৩।  দুপুর ১১টা ৪৫ মিনিটে লেখা শেষ। 
Report Print

পরিচিতি


0 Response to "সেজো ভাইয়ে কিছু কথা তুলে ধরলাম!!"

Post a Comment

আপনার মতামত দেওয়ার জন্য ধণ্যবাদ