জগতের সকল!  প্রানী সুখী হোক.

Followers

প্রিয় বড় ভাই!! জীবনের কিছু কথা তুলে ধরলাম।।


প্রিয় ভাই

আমাদের চার ভাইবোনদের মাঝে বড় ভাইটা হলেন শিলেন চাকমা ছোট বেলায় থেকে সহজ সরল ও শান্তশিষ্ট। ছোট বেলায় থেকে কারোর সাথে ঝগড়াঝাটি করতো না। তিনি পানছড়ি সরকারি ডিগ্রি কলেজে ইন্টার পরীক্ষা দিয়েছিলেন। দূর্ভাগ্যবশত তিনি পরীক্ষা পাশ করতে পারে নি। বাবা মাকে কোনোদিন বড় জোরে কণ্ঠে কথা বলেনি। আমাদের সংসার অভাব অনটন হওয়ার কারনে তিনি ও নিজের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছিলেন। সেই টাকা দিয়ে নিজের যেসব জিনিস পত্র লাগত সেইগুলো কিনত। নিজের টাকা দিয়ে নিজের চাহিদা মেটাত। আনুমানিক ২০১৬ সালে ভাইবোনছড়া সৈয়েন্দর পাড়া থেকে মিনুপদি (বুজি) চাকমাকে তিনি বিবাহ করেন। বিবাহ করার পর কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ে।  নিজের সাংসারিক জীবনে উন্নতি করার জন্য কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েন। কিছুদিন পর নতুন অতিথির আগমন ঘটে। তাদের দুজনের মাঝে একটি  ফুটপুতে ছেলে সন্তানের জম্ম হয়। ছেলেটির নাম রাখা হয় দীপ্ত চাকমা। বড় ভাইটি টাকা জমিয়ে দোকান খুলেন নিজের ইনকাম করায় টাকায়।  এভাবে চলে যাচ্ছে তাদের সংসার। তাদের জীবন সুখের হোক। 

লেখা তারিখ ও সময়: ১৫ মার্চ ২০২৩।  দুপুর ১১ টা ২৩ মিনিটে।
Report Print

পরিচিতি


0 Response to "প্রিয় বড় ভাই!! জীবনের কিছু কথা তুলে ধরলাম।।"

Post a Comment

আপনার মতামত দেওয়ার জন্য ধণ্যবাদ