প্রতিটি মানুষের কোনো না কোনো একটা স্বপ্ন থাকে! কিন্তু আমি তাদের থেকে অনেকটায় আলাদা ছিলাম! কেননা আমি কোনোদিন তেমন বড় কোনো স্বপ্ন দেখিনি!ভাবতাম বড় স্বপ্ন দেখে কি হবে! স্বপ্ন যখন ভেঙ্গেঁ যায় তখন তো অনেক কষ্ট হয়! তাই আমি কোনো বড় বড় স্বপ্ন দেখি না! জানি না ভবিষ্যৎ বড় স্বপ্ন দেখবো কিনা! নতুন কোনো দিনে হয়তো বা দেখতে পারি বড় বড় স্বপ্ন! যাদের জীবনে কোনো স্বপ্ন না থাকে, তারা কোনোদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না! কিন্তু তবুও এতো কিছু জানার পর ও আমার মন বড় কোনো স্বপ্ন দেখে না! আমার মন বলতো সময়ে সাথে সাথে চলবো, সময় আমাকে যা দিবে তা নিবো! এইটা আমার মন বলতো! মানুষের নিদিষ্ট একটা লক্ষ্য থাকতো বড় হয়ে আমি (ডাক্তার হবো,পাইলট) হবো, ইত্যাদি ইত্যাদি! কিন্তু আমি সেই সব স্বপ্ন দেখিনা, সময় যা দেবে তা নিবো! বলতে গেলে আমার জীবন আমাকে সময়ের সাথে যা দিবে তা নিবো! আমি স্বপ্ন জন্যই নিজেকে কোনোদিন চাপ দেয় নি, আমাকে যে, এইটা জীবনে করতে হবে,ওইটা করতে হবে ভেবে!
- লেখা: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ইং!
- সকাল ৮ টা ৩০ মিনিট! লেখা শেষ ৯ টা ৩ মিনিটে!


পরিচিতি
0 Response to "আমি স্বপ্ন দেখি না!"
Post a Comment
আপনার মতামত দেওয়ার জন্য ধণ্যবাদ