জগতের সকল!  প্রানী সুখী হোক.

Followers

আমার প্রিয় মাকে অনেক ভালোবাসি! মাকে নিয়ে লেখা কিছু কথা।

প্রিয় মা

মা শব্দটি কতো মধুর শুনতে, তার চেয়ে কতো না সুমধুর মা ডাকতে! ০৪ জুন ১৯৭৯ সালে আমাদের মা জম্ম গ্রহন করেন! জম্মস্হান মনিগ্রাম! তার বাবার নাম নমা রঞ্জন চাকমা, তার মায়ের নাম মল্লিকা চাকমা! নয় ভাইয়ের মধ্যই মা ছিলেন ৩ নাম্বারে! মায়ের নাম ছিল সুজতা চাকমা! মা একদম খুব সহজ সরল টাইপের মানুষ! মা আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন! দশ মাস দশ দিন যখন পেটে ছিলাম! তখন কতো না কষ্ট পেতে হয়েছে মাকে! উঠতে বসতে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে! যখন পৃথিবীতে ভূমিষ্ট হয়েছি! তখন আরো কষ্টটা বেড়ে গিয়েছে! আমাদের জন্য নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে! যখন অসুস্থ হতাম তখন আমাদের অসুকটা যেন ছেড়ে যায়, তার জন্য নিজেকে অনেক কিছু জিনিস কেটে পারে নি! রাতে যখন প্রস্বাব করে দিতাম আর কাদঁতাম তখন মায়ের ঘুম ভেঙ্গে যেতো!ঘুম পযর্ন্ত সুখে যেতে পারেনি! আমাদের মা পাঁচ জননী ছিলেন! দূর্ভাগ্যবশত মার একটি সন্তান মারা গিয়েছেন! মা - বাবা আমাদের কাছে ভগবান! কারন বাবা ও মার গুণ অনন্ত! আমাদের পরিবারে দ্বিতীয় স্তম্ভটা হচ্ছে মা! কারন মা যাবতীয় সংসারে রান্নাবান্নাসহ সকল কিছু সামলায়! মা আমাদের তার কায়িক শ্রম দিয়ে লালনপালন করে বড় করেছেন! অনেক কষ্ট করতে হয়েছে, এখনো করেই যাচ্ছে কষ্ট শুধু আমাদের কথা ভেবে! বাবা মা তাদের কষ্ট গুলো আমাদের বুঝতে দেয় না!  নিশ্চুপ হয়ে তারা আমাদের সুখের কথা ভেবে কাজ করে যায়! পৃথিবীতে বাবা মা মতো কেউ হতে পারে না! সেই যতো কেউ হোক না কেন? বাবা মা আমাদের জন্য যেসব করে! কোনো মানুষ আমাদের জন্য করবে না! বাবা মা নিজেদের কষ্টগুলো লুকিয়ে রেখে আমাদের সাথে তাল মেলিয়ে চলে! তাদের কষ্টগুলো সন্তানদের বুঝতে দেয় না! বাবা মা কতো সন্তানদের জন্য ত্যাগ শিকার করে যাচ্ছে তাদেরকে ভুলে না গিয়ে আমাদের উচিত তাদেরকে ভালোবাসা! বাবা-মাকে কোনোদিন অবহেলা করা উচিত নয়! তাদের ঋীণ কোনোদিন শোধ করা যাবে না! আমাদের বড় করার জন্য কতো না কি করেছেন মা অনেক কষ্ট দুঃখ চুপ করে সহ্য করে যাচ্ছে মা! সত্ত্যিই আমাদের মাকে ভুলার মতো না! যেই বাবা মা আমাদের সুখের জন্য সব কিছু করতে পারে! বাবা মাকে তাদের মতো করে আদর সোহাগ ভালোবাসা শ্রদ্ধা সম্মান করা উচিত ! কোনোদিন তাদের মনে কষ্ট যেন না দিই! মা বাবার আদর সোহাগ ভালোবাসার মতো কোনো কিছু হয় না! ভগবানের কাছে প্রাথর্না করি, মা তোকে যেন আগামী জম্মে আমার মা হিসেবে আরো পাই!  তোমাকে খুব ভালোবাসি মা!  

লাই ইউ মা 

  • মূল তারিখ ও সময়: ০৩ জানুয়ারি ২০২৩ ইং, দুপুর ২ টা ০৬ মিনিট।
  • আপডেট তারিখ ও সময়: ১৪ মার্চ ২০২৩ইং, রাত ৯ টা ৩০ মিনিট লেখা শেষ রাত ১০ টা। 
Report Print

পরিচিতি


0 Response to "আমার প্রিয় মাকে অনেক ভালোবাসি! মাকে নিয়ে লেখা কিছু কথা।"

Post a Comment

আপনার মতামত দেওয়ার জন্য ধণ্যবাদ