জগতের সকল!  প্রানী সুখী হোক.

Followers

সব বাবারা সত্ত্যিই এক একটা বীর || বাবা তোমায় ভালোবাসি ||

প্রিয় বাবা

দিনটি ২৩ মে ১৯৭১ সালে আমাদের প্রিয় বাবা জম্ম হয়! তার বাবার নাম নবীন মোহন চাকমা, মাতার নাম কৃষ্ণ বালা চাকমা! তাদের ভাইবোনদের থেকে বাবা ছিলেন সবার ছোট! বাবার নামটি রাখা হয় সুরেশময় চাকমা! বাবা আনুমানিক তৃতীয় বাহ চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন! হঠাৎ বাংলাদেশে ঘটনা হওয়ার কারনে শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিতে হয়! সেই জন্য বাবা পড়াশোনা আর চালিয়ে যেতে পারে নি! আমাদের বাবা ছোট বেলায় থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন! আজো সাংসারিক জীবনে কষ্টকে সহ্য করে পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে! 

আমাদের বাবা অত্যন্ত ভালো ও সৎ! লোকে বাবাকে যাই বলুক, না কেন? আমাদের বাবা আমাদের কাছে একজন ভগবানের সমান! কারন বাবা আমাদেরকে সঠিক পথ দেখায়! বাবা ভূল পথ গুলো দেখিয়ে দিয়ে সেইগুলো শোধরে দেয় ! বাবা নিজের ঘাম পায়ে ফেলে আমাদের সকল চাহিদা মেটিয়ে দেয়! এক কথায় বাবা আমাদের পরিবারে মুল স্তম্ভটা! বাবা যদি না থাকতো, তাহলে কে আমাদের সকল কিছু চাহিদাকে মেটাতো! বাবা নিজের কায়িকশ্রমের দ্বারা আমাদের আগলে রাখে! অনেক সময় নিজেই না খেয়ে, নিজেই না ঘুমিয়ে, নিজের পোশাক না কিনে আমাদের দিয়েছে! সত্ত্যিই  বাবারা হয়ত এমন হয়! কখনো নিজের চাহিদাগুলো না মেটিয়ে আমাদের গুলো মেটায়! আমাদের যদি কোনো রকম সমস্যা হয় তখন সবার আগে এই বাবাটি এগিয়ে যায়! আমাদের সব সময় নিরাপদ আশ্রয়দান করে যাচ্ছে নিজের কথা না ভেবে! নিজের কায়িকশ্রেম দিয়ে আমাদের খাদ্য বসত্র হাতে তুলে দিচ্ছে! বাবা আমাদের কোনো দিন খারাপ কাজে উৎসাহ, বাহ প্রশ্রয় দেয় নি!  বরং আমাদের খারাপ কাজ থেকে নিজেকে যাতে দুরে রাখি সেই পরামর্শ দিয়েছেন! বাবা আমাদেরকে ভালো ভালো আদেশ, উপদেশ,প্রদান করেছেন!  বাবা হয়তো একটু রাগী! কিন্তু তার রাগ সহজে দেখায় যায় না! পরিবারে কারোর সাথে ঝগড়াঝাটি করে না! বাবা নিজে ও  ঝগড়াঝাটি গুলো পছন্দ করেন না! আমাদের বাবা একজন মিশুক লোক!  তিনি সবার সাথে মেলামেশা করে! বাবা সবাইকে উপকার করতে না পারলে ও কারোর ক্ষতি সাধন করে না! পরিবারের বাইরে ও বাবাকে অনেক লোক ভালোবাসে শ্রাদ্ধা করে! বাবা আমাদের সবাইকে খুব খুব ভালোবাসে! আমরা ও বাবাকে খুব ভালোবাসি! কিন্তু বাবাকে কোনোদিন বলা হয়নি, বাবা তোমাকে আমরা অনেক ভালোবাসি করে ! বাবার মতো এই পৃথিবীতে কেউ আর হতে পারবে না! সত্যিই বাবার জীবনটি অনেক কষ্টের! সেই ছোট বেলায় থেকে কষ্ট করে আসতেছেন! এখনো কষ্ট করে যাচ্ছেন! জানি না বাবা আমাদের জন্য যে কষ্ট করে আসতেছেন! তোমাকে বৃদ্ধ বয়সে সুখ দিতে পারবো কিনা! তবে জীবনের মূল্য দিয়ে হলে ও শেষ বেলায় বাবা তোমার জন্য আমি কিছু করবোই! তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো আমরা যদি বৃদ্ধ বয়সে আপনাদের সুখ শান্তি দিতে না পারি! তাহলে আমরা কেমন সন্তান! যেই বাবা আমাদের জন্য সারাটা জীবন কষ্ট করলো!  তার জন্য যদি আমরা শেষ বয়সে সুখ দিতে না পারি! বাবা আমি ভগবানের কাছে প্রার্থনা করি! পরবর্তী সময়ে ও যেন তোমাকে আবার আমার বাবা হয়ে পায়! ভালোবাসি বাবা তোমাকে আমি! তোমাদের জন্য আমি অনেক কিছু করতে পারি! কিন্তু তোমাদের সারা থাকতে পারবো না! বাবার মার গুন অনন্ত! তাদেরকে অবহেলা করা উচিত নয়! তাদের ঋীন সুধ করা অসম্ভব

আই লাভ ইউ বাবা 

  • মূল লেখার তারিখ ও সময়: ০৩ জানুয়ারি ২০২৩ ইং, দুপুর ১টা ৩৭ মিনিট! 
  • আপডেট লেখা: ১৪ মার্চ ২০২৩ 
  • লেখা সময়: রাত ৮ টা ৪০ মিনিট থেকে রাত ৯ টা ৯ মিনিটে লেখা শেষ!  
Report Print

পরিচিতি


0 Response to "সব বাবারা সত্ত্যিই এক একটা বীর || বাবা তোমায় ভালোবাসি || "

Post a Comment

আপনার মতামত দেওয়ার জন্য ধণ্যবাদ