জগতের সকল!  প্রানী সুখী হোক.

Followers

আমাদের প্রিয় দাদিমা! আজো মিস করি তোমায়।

প্রিয় দাদিমা

মাদের পরিবারে সবার বড় ছিলেন আমাদের প্রিয় দাদিমা। আমি জম্মের পর থেকে শুধু দাদিমাকে দেখেছি। আমার দাদুকে কোনোদিন আমি দেখেনি তার আগে তিনি পরলোকগমন করেছিলেন। কতটা দূর্ভাগা হলে দাদুকে দেখতে না পায়। যাক সেই কথা, দাদিকে তো ছোট বেলায় থেকে খেলার সাথী হিসেবে পেয়েছি। ছোট বেলায় থেকে দাদিমার কুলে মানুষ হয়েছি। কতো আদর,সোহাগ, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের বড় করেছিলেন। দাদিমা আমাদের সংসারে মূল স্তম্ভ ছিলআমাদের পরিবারে যখন বড় বড় সমস্যা দেখা দিত! তখন দাদিমা তার কায়িকশ্রম দিয়ে টাকা পয়সা জমিয়েছেন। সেখান থেকে তিনি বাবাকে টাকা দিত। বাবাকে সাহায্য করত! নিজের কথা না ভেবে সন্তান বউ নাতি নাতনিদের কথা ভেবে তার আথির্ক উপার্জিত টাকা দিয়ে সাহায্য করত। দাদিমার মন খুব ভালো ছিল। ছোট বেলায় তার সাথে কতো না ঘুরেছি। নিজের মন উজার করে আমাদের অনেক কিছু দিয়েছেন! আমাদের পরিবার তার ঋীণ কেউ ভুলতে পারবে না। তার ঋীণ কোনোদিন সুধ করা যাবে না। আমরা যখন বড় হতে থাকি। তখন দাদিমা বৃদ্ধ হতে থাকে। হঠাৎ করে আমাদের পরিবারে শোকে ছায়া নেমে আসে। ১২ ডিসেম্বর ২০১৯ সালে দাদিমা দুপুর আনুমানিক ১ থেকে ২ টা ভিতরে পৃথিবীর মায়াজাল কাটিয়ে পরলোক গমন করেছিলেন। তাকে দাহক্রিয়া সম্পূর্ন্ন করে। ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্টান করা হয়! তিনি যাতে পরজম্মে সুখ শান্তি লাভ করতে পারে সকল কিছু ধর্মীয় অনুসারে তাকে অনুষ্টান করে দিই। সত্ত্যিই দাদিমা চলে যাওয়াতে আমাদের পরিবার শোকে হৃদয় ভেঙ্গেঁ পড়ে। দাদিমার মতো কেউ হবে না। আজো মিস করি ভীষণ দাদিমাকে কিন্তু জগতের নির্মম পরিহাস একদিন সবাইকে চলে যেতে হবে এই মায়াজাল ছেড়ে যেতে হবে।

ভালো থেকে দাদিমা যেখানে থেকো ভালো থেকো।
  • লেখা সময় ও তারিখ: ১৫ মার্চ ২০২৩। দুপুর ১০ টা ৩০ মিনিট
Report Print

পরিচিতি


0 Response to "আমাদের প্রিয় দাদিমা! আজো মিস করি তোমায়।"

Post a Comment

আপনার মতামত দেওয়ার জন্য ধণ্যবাদ