জগতের সকল!  প্রানী সুখী হোক.

Followers

তুফানের মাধ্যমিক স্কুল জীবনকথা তুলে ধরা হলো

২০১৬ সালের ছবি


ষষ্ঠ শ্রেনিঃ  ২০১৫ সালে মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছি! আমি A শাখায়! তখন আমার রোল ছিল ৩৬! আমাদের প্রথম ক্লাস নিতো বকর স্যার! প্রতিদিন স্কুলে যেতাম বকর স্যারকে ভয়ে! একদিন স্কুলে না গেলে ১০ টাকা জমিমান দিতে হতো তাছাড়া টাকা না দিলে বেট দিয়ে মার কেটে  হয়! আমি  সবাই চেয়ে একটু আলাদা ছিলাম! কারন  আমি লজ্জা বেশি পেতাম! শুধু কিছু বন্ধুদের সাথে মেলামেশা করতাম (অপু ত্রিপুরা,হিরণময় ত্রিপুরা,মাটুন, আদর্শন) ইত্যাদি! তাদের সাথে অনেক মেলামেশা করতাম আমি!  (সংক্ষিপ্ত)


সপ্তম শ্রেনিঃ ষষ্ঠ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে ২০১৬ সালে একই স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হয়! তখন আমার রোল ছিল ১৯!  আমাদের প্রথম ক্লাস নেই সিপালি চাকমা ম্যাডাম! সিপালি ম্যাডাম অনেক অনেক ভালো শান্ত/সহজ/সরল! সপ্তম শ্রেণীতে থাকতে তেমন স্কুলে যায় নি,কারন সিপালি মেডাম না গেলে ও কিছু বলতো না! সপ্তাহের ১ থেকে ৩ দিন মাত্র স্কুলে যায়! এভাবে কেটে যায়  সপ্তম শ্রেণিতে! আমি মাত্র কিছু বন্ধু দের সাথে মিলামিশা করতাম! সবার সাথে মিশতে পারি না! তখন বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম খাগড়াছড়ি সরকারি স্কুলে উচ্চ বিদ্যালয়ে (সংক্ষিপ্ত)

অষ্টম শ্রেনিঃ সপ্তম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে ২০১৭ সালে অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছি! তখন আমার রোল ছিল ২০। তখন আমাদের প্রথম ক্লাস পেতো জ্ঞানেন্দু চাকমা স্যার! আমি অষ্টম শ্রেণিতে পড়ি তবুও নিজেকে পরিবর্তন করতে পারি নি!বোকার মতো থাকতাম! সবাই বন্ধুবান্ধবদের সাথে তাল মিলিয়ে ঘুরত টিপিনে আর আমি বসে থাকতাম রুমে মধ্য! নিজের মতো করে থাকতে ভালোবাসতাম! তাই একা একা বেশি টাইম কাটাতাম ! অষ্টম শ্রেণিতে মেলা-মেশা করতাম (আদর্শন,মাটুন,অপু ত্রিপুরা) তাদের সাথে! এরপর আসে জেএসসি পরীক্ষা সবাই যেন আসতে আসতে হাড়িয়ে যাচ্ছে! পরীক্ষা শেষ হতো আসতেছে! পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট আসার পর কিছু বন্ধু হাড়িয়ে যায়! কেউ একি স্কুলে থেকে গেলো কেউ অন্য স্কুলে চলে গেছে! এভাবে কেটে যায় অষ্টম শ্রেণিতে! 

  • JSC POINT: 3.71

নবম শ্রেনিঃ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালে নবম শ্রেণিতে ভর্তি হয়েছি মানবিক শাখায়! তখন আমার রোল হয়েছে ৮৮! তখন প্রথম ক্লাস নিতেন সাহেদ স্যার! নবম শ্রেণিতে পড়ার পর ও আমি এতো বোকা ছিলাম যে অন্যদের সাথে পর্যন্ত কথা বলতে পারতাম না! তখন তেমন ও বন্ধুবান্ধব ছিল না অষ্টম শ্রেণিতে এক সিটে বসা বন্ধুদের হারিয়েছি! এখন মাত্র আসে (আদর্শন চাকমা) তার সাথে প্রতিদিন স্কুলে যায়! স্কুলে গেলে  দুই জনে যেতাম! আমি না গেলে আদর্শন ও যেতো না! কারন দুই জনে খুব মিলামেশা করতাম! নবম শ্রেণিতে ভর্তি হওয়ার পর কিছু নতুন বন্ধু পায় (রুপেস) রুপেস আর আদর্শন বন্ধু হিসেবে ছিল বেষ্ট! আর এভাবে চলে যায় নবম শ্রেণির দিনগুলি! 

দশম শ্রেনিঃ  নবম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে ২০১৯ সালে দশম শ্রেণিতে ভর্তি হয়েছি! তখন প্রথম ক্লাস নিতেন সুজিতা মেডাম! তখন অনেক বন্ধুবান্ধব পেয়েছি! তখন খুব মেলা-মেশা না করলে ও কিছু জনের সাথে মেলামেশা করতাম! মেয়ের মধ্য ছিল (আতুমা,তুতুমা,লিলিমা) মেয়ের মধ্য এদের সঙ্গে খুব মিশতাম! কিছু দিন পর চাকমা মেয়েদের সাথে মেলামেশা করি,এরপর টেস্ট পরীক্ষা রেজাল্ট বের হলো কিছু বন্ধুদের হাড়িয়ে ফেললাম টেস্ট পরীক্ষা! আমি আর আর্দশন টেস্ট পরীক্ষায় পাস করি! অন্যরা ও পাস করে! এরপর আসে বিদায় অনুষ্টান এসএসসি পরীক্ষা দ্বিতীয় বারে মতো হাড়িয়ে ফেললাম টিচার বন্ধু বান্ধব! পরীক্ষা শেষ রেজাল্ট সময় আরো কিছু বন্ধু ঝড়ে গেল! আমার বন্ধু আদর্শনকে ও হাড়িয়ে ফেলেছি! আর এভাবে চলে যায় দশম শ্রেনির দিনগুলি (সংক্ষিপ্ত)


Report Print

পরিচিতি


0 Response to "তুফানের মাধ্যমিক স্কুল জীবনকথা তুলে ধরা হলো"

Post a Comment

আপনার মতামত দেওয়ার জন্য ধণ্যবাদ